আমার আঁধার জীবনে, জ্বালাতে প্রদীপ শিখা
দিয়েছো বলিদান, দিয়েছো তোমারি সাঁঝের বাতিঘর।।
কিছুই পাওনি, পাওনি তোমারি সাধের জীবন ললাটে।
আশার জীবনে কতো না ছিলো, তোমারি চাওয়া পাওয়া।
কিছুই পারিনি দিতে কভু, পারিনি তোমারি জীবন সাজাতে।
সাঁঝের প্রদীপ জ্বালিয়ে তুমি, করেছো জীবন ধন্য মোরে।।
ছিলো না জানি, ছিলো কতই না হৃদয় বাসনা।
বুঝি আজি সবি, ভাঙ্গিছি পুঁজিতে সবি, তোমারি হৃদয় বাসনা আজি।
আমার আঁধার জীবনে, জ্বালাতে প্রদীপ শিখা
দিয়েছো বলিদান, দিয়েছো তোমারি সাঁঝের বাতিঘর।।
পারিনি কভু ক্ষণে, তোমারি আশা পুরণে
দিয়েছি তবু সপে, নিজেকে তোমার হৃদয় মন্দিরে।
পুঁজিতে যত ভালোবাসা, দিয়েছি সবি তোমারে
তোমারে সাজাতে ওগো, তোমারি সাঁঝের বাতিঘরে।।
তোমার সাঁঝের বাতিঘরে, যা পেয়েছো, যা দিয়েছি
নয়কো খুশি জানি, তোমার এ আলোর ভুবনে।
তবু জানি মনমাঝে, ভালোবাসো পরম যতনে,
সেবিতে যাহা, করিছো তাহা, তোমারি ভালোবাসা দিয়ে।
ধন্য জনম, ধন্য আমার আলোর ভুবন
জীবন আঁধারে জ্বালিয়ে প্রদীপ
দিয়েছো সাজিয়ে, তোমারি হৃদয় মন্দিরে।
ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিয়েছো আমার বিশ্বভুবন।
আমার আঁধার জীবনে, জ্বালাতে প্রদীপ শিখা
দিয়েছো বলিদান, দিয়েছো তোমারি সাঁঝের বাতিঘর।।