জীবন বিহারে দেখেছি তোমারে
দিয়েছি হৃদয় মন প্রাণ।
রবির কিরণে ঝলমলে প্রভাত বেলায়,
শিশির ভেজা আলতো রাঙা পায়ে।
শরতের হাওয়ায় দুলিতে দেখেছি
তোমারি মেঘরাশি কৃষ্ণ কেশমালা।
হৃদয়ে লাগি সেথা ধরেছি গহনে
রেখেছি তাহা পরম যতনে।
মন আঙ্গিনায় দাঁড়িয়ে সেথায়
এঁকেছি তোমারি রূপেরই আলপনা।
হৃদয় লাগি সেথা ধরেছি গহনে
রেখেছি তাহা পরম যতনে।
নীল আকাশের পরশমালার ভেলা
দেখেছি তোমারি অঙ্গের আঙ্গিনায়।
বিশ্ব বদনে অরণ্য রোদনে মেলিয়া আখি
দেখেছি সেথায় তোমারি পরশ নয়ন ধারা।
যেওনা হারিয়া, থাকিও পরম যতনে
রাখিব ধরিয়া হৃদয় বেদিতে, শুধু যে তোমারে।
সাজিয়ে রাখিবো তোমারে আমি, হৃদয় মন্দিরে।
রাখিবো যতনে অনন্ত ভালোবাসা দিয়ে।