কোনো এক গোধুলী কানুনে
ভরা নদীর অশান্ত দীপ্ত বাঁকে,
হয়তো হবে নির্লিপ্ত চোখের ভাঁজে
দৃষ্টির সীমানা পেড়িয়ে ,
তোমারি সাথে আমাতে সে দেখা।

হয়তো শঙ্খচীরে ধ্বনিত আভায় ডাকবে
তোমারি হৃদয় অরণ্যে মম আশার দীপ্ত শিখা।
হয়তো মহা বলাকার মাঝে,
তৃপ্ত জলাশয়ার বুকে
ডিঙ্গির শান্ত নীড়ে আঁচলের ফাঁকে।

অহর্নিশি পলক বিহীন তাকিয়ে থাকা।
হয়তো শরতের নীল আকাশ
সাদা দোপেয়াজা মেঘের লুকোচুরি।
জলকিনারে পলির আভারণে
মৃদু বাতাসে কাশফুলের দোলার মাঝে।
রবির কিরণের মুগ্ধ হাঁসির মাঝে
হয়তো হবে, হয়তো সে দেখা।

হয়তো হবে সে দেখা
প্রতিক্ষার অনন্ত সীমাহীন রেখার ধারায়।
প্রতিক্ষাই বলবে, হয়তো হবে সে দেখা
তোমা সে দেখা, তারিতে শুরু নব
প্রতিক্ষারই সে পালা, হয়তো সে হলো আজি শুরু ।।
০৯-০৯-২০২১ খ্রিস্টাব্দ।