তোমার প্রতিক্ষায় আমার কেটে যায় বেলা,
দিনের শেষে ফিরে দেখি একই অবহেলা।
কি অপরাধ মোর বল তব বক্ষে রাখি হাত,
সময় আজি গোধূলি অবেলা তাই কি বুঝি পাপ?
কৈশোরে পড়ুয়া বেলায় সেদিন,
পড়েছিলাম যৌবনে দাও রাঁজটিকা।
প্রমথনাথ লিখেছিলেন সেই বেলায়,
আজি এ ক্ষণ হয় না যে অবেলা।
বাহিরে বহিছে গ্রীষ্মের তাপদাহ,
উষ্ণ বায়ুতে আজি ঝলসিতে দেহ।
ঝলসিত দেহ সে বাহিরও পানে,
ভিতর তরিতে তরঙ্গ চলে সে বহে।
দক্ষিণের বায়ুতে সুনির্মল বাতাসে,
যৌবন বহিছে রাঁজটিকা মনেতে।
তাইতো আজি এ গোধুলী অবেলায়,
ভালোবাসিতে চাহে মন হয়তো দুঃসময়।
মনবীনায় বাঁজে ঘন্টা মনেরও হিয়ায়,
আমি কি বুঝি তাহা সে মোরে যা বুঝায়?
যে মন তোমায় দেখিতে মনে পড়ে আজি,
প্রতিক্ষার পালা বুঝি এ জনমে হবে শেষ নাহি।।
২৩/০৬/২০২৩ খ্রি.