হঠাৎ পাওয়া
প্রভাত বেলায় কেন
এসেছিলে তুমি
কেন দিয়েছিলে তুমি দেখা,
হাতছানি দিয়ে ডেকেছিলাম
তোমায়
দাও নি কোন সাড়া সেথা।
অন্তরের এই আন্তরিকতা
স্পর্শ করে নি তোমায়
অক্লেশে তাই চলে
গেছো তুমি
একপাশে সরিয়ে আমায়।
আজও তাই আমার
মনের মুকুরে
ফুটে আছে তোমার প্রতিচ্ছবি
হয়তো বা দেখা হবে
এ জীবনে কোনদিন
এ কথাই শুধু বসে ভাবি।
হঠাৎ দেখা পেলাম আমি
আমার এই অপরাহ্ন বেলায়,
মন তাই সব কিছু ভুলে
আকড়ে ধরতে চায়
এই অবেলায়।
মন বাউলের একতারাতে শুধু
বেজে ওঠে বিরহের সুর,
তবু কোথাও যেন ক্ষীণ আশা
জেগে থাকে
নিয়ে চোখে স্বপ্ন সুমধুর।।