শ্রাবণের ধারা
আজ শ্রাবণের সকাল বেলায়
দেখি আমি চেয়ে,
কালো মেঘে ঘর বেঁধেছে
সারা আকাশ ছেয়ে।
হঠাৎ করে অঝোর ধারায়
বৃষ্টি নামে যেই,
সাদা মেঘের আনাগোনার
চিন্হ মাত্র নেই।
বিদ্যুৎ এর আলোক রেখা
নাচে সারা আকাশ জুড়ে,
মেঘেরা সব ডাক দিয়ে যায়
বজ্র কঠিন স্বরে।
শন্ শন্ করে বইছে হাওয়া
ঝরায় গাছের পাতা,
নিস্তব্দ এই সকাল বেলায়
আমায় জড়ায়ে অলসতা।
খানিক পরে দেখি চেয়ে
মেঘগুলো সব উড়ে চলে,
একফালি রোদ ঝিলিক মারে
হঠাৎ করে মেঘের 'পরে।
যেই না রোদের আলোর ছ'টা
পড়ে গাছের ডালে,
দোয়েল,ফিঙে,বুলবুলিরা সব
নাচে তালে তালে।
ধারা শ্রাবণে ধুয়ে যায়
সকল মলিনতা,
চারিদিক সব ভরে গেল
সবুজ সতেজতা।।