'আমার  আমি'
যখন কাজের শেষে বসি এসে
            নিভৃতে এক কোনে,
'আমার আমি' কে খুঁজে
                     পেলাম আমি
     ‌      হঠাৎ আমার মনে।
জীবনের খাতা খুলে যখন
                       দেখি চেয়ে
       কোথায় ' আমার আমি'?
অন্যদের সব দিয়েছি ভরে
         করেছি তাদের দামী।
কর্তব্য শুধু করে গেছি আমি
            ব্যস্ত থেকেছি রোজ,
কে বা'আমি',কি বা 'আমি'
তাই রাখে নি কেউ খোঁজ।
সীমাহীন, অন্তহীন, বাঁধনহীন
                                 চাওয়া,
তবু তারই মাঝে,
            'আমার আমি' কে
    হয় নি আমার পাওয়া।
তাই তো আমি ভাবছি বসে
      বাকি যা আছে সঞ্চয়,
'আমার আমি' কে
                 ভরে দেবো শুধু
     না করে কোনো অপচয়।