হঠাৎ করে ইচ্ছা হল
কথা বলি কবিতায়।
ছেলেবেলার দুরন্তপনা
সকাল-সন্ধ্যে বিচার চায়!
সঙ্গদোষের সারাবেলা
সাহস করে বলে ফেলা
দু-চার কথায়
ঘুম যে পালায়,
রাতের পাখির পাখার ঝাপট
ফাঁকি দেওয়া সুখে
আগুন যোগায়।
গদ্যগুলো ঝলসে গেলে
স্পষ্টতা যত হারিয়ে যায়,
বিচার তার পাবার আশায়
শব্দ ছকি কবিতায়!