(ছোটদের নিরিখে লেখা)
মেঘ করেছে দুপুরবেলা
বায়রেটা তাই অন্যরকম,
তার ওপরে ঝড় উঠেছে
পশুপাখিরা হচ্ছে জখম।
ইলেকট্রিকের তারগুলো যেন
ঝকঝকিয়ে লাগছে ধাঁধা,
সিঁড়ির জানলার কাঁচগুলো সব
এক চমকেই ছড়িয়ে আধা।
ঝড় উঠেছে মস্ত যে তাই
বাবা-মায়ের দৌড়া-দৌড়ই,
তাই আমিও এসবে নাক গলিয়েছি।
আমি যে ছোট, কি আর করি!