উঃ এ ভাবেও কেউ ডাকে।
কে আবার ধমকেও দিলো তাকে।
মগজে করছে সেই ডাকই ঘোরাফেরা,
থেমেছে সে ডাক, আবার ডেকেছে ওরা।
যাবোনা আমি কোথাও এভাবে,
দুচোখ করেছি বন্ধ।
অন্ধ স্বভাব, যার যত ভাব –
ভেবেই উদভ্রান্ত।
আছে একঝাঁক পুরনো পোশাক
আছে ছেঁড়া-ফাটা দাগ,
ছড়ানো চিন্তা সাজিয়ে দেখি
আছে ফেরবার ডাক।
সময় সেখানে গম্ভীর এক ছক।
জল ঢেলে দিয়ে ‘প্রাণের মানুষ’ বাঁচে।
স্থির হয়ে, যদি কিছু থাকে –
জ্বলেই যাবে, আলো আতস কাঁচে।
করেছে মাথাই, যখন যা চাই
আসমান দিন রাতে।
শুনেছি সে ডাক, ডেকেই পালাক।
ফলাফল হাতে নাতে।
গলার কাছেই জমে আছে ছাই।
জেনে বুঝে আনকোরা –
যেতে গিয়ে যাই, কোথায় পালাই!
আবার ডেকেছে ওরা।