একজন কবির সাধারনত দুটি (বা তার বেশি) সত্তা থাকে।
প্রথমতঃ কাব্য, আর দ্বিতীয়ত তারা বাউন্ডুলে একটু স্বভাবের হয়ে থাকেন।
তাঁদের নিয়েই আমার এই লেখা
কবি –
বাউন্ডুলে, প্রাণ খুলে
বেড়িয়ে পড়ি চল্।
তোর ভাষাতে, আর কথা-তে
লিখব অনর্গল।
বাউন্ডুলে –
কবি হবি, আর লোভী-ও হবি।
এত প্রাণ চঞ্চল।
তবে, টুক করে চল্ গোলকধাঁধা,
ভেবে রাখ ফলাফল!
কাব্য –
কত পাতা গেল হাহাকারে।
থেকে গেল, যা উচ্ছল।
বাদানুবাদ-এর শুকনো কালিতে,
কাব্যের যাঁতাকল।