প্রজন্ম ধারায় নব-নবীনের দল
আবেগের তাড়নায় ছুটছে সবি।
আঁধারের পথে তড়িৎ গতিতে
আলোর পথ  দেখিতে না সে চায়।

আঁধারে গা ভাসি ভাটির স্রোতে
নিজেকে বিলিয়ে আনন্দ সে কি?
অন্ধ লোকের পথে চলা হোঁচট
ভবিষ্যতে তাহা না ভাবিয়া রয়।

দেখো চারিদিকে তাকিয়ে
প্রকৃতির মাঝে দাও বিলিয়ে।
আবদ্ধ খাঁচায় যে আলো দেখো
তাহার মাঝে কি আনন্দ খোঁজো?

আনন্দ আছে লুকিয়ে যেথা
কলমের আঁচড়ে ফুটেছে সেথা।
জীবনের আলো দেখিতে চলো
বইয়ের পাতায় কি লেখা পড়ো।

মনুষ্যত্ব জ্ঞানে বিকশিত করো
আলোকিত মানুষ নিজেকে গড়ো।
মহাজ্ঞানী মহাজন নয় সে সাধারণ
লিখিতে পড়িতে হয় সে অসাধারণ।

কাছে না তাকিয়ে সুউচ্চ পাহাড় দেখো
মোবাইল না চালিয়ে লাইব্রেরীতে বসো।
গ্রন্থের জ্ঞান লও ত্রি-নয়ন জপিয়া
একদিন হইবে জ্ঞানী দেখিও মিলাইয়া।

লেখকের জ্ঞান দ্বারা সৃষ্ট জ্ঞানভান্ডার
নিমেষেই হয় সে জ্ঞানী ধনভাণ্ডার।
আঁধার বর্জনে নিজেকে সোপানে
দৃঢ়প্রতিজ্ঞ হও তবে অতীতকে দূরে রেখে।