একদিন উৎসে ফিরে যাব,
যেখানে শুরু হয়েছিল আদম-হাওয়ার।
সেদিন কি ফিরে পাব?
অভিন্নতা নিয়ে যাত্রা শুরু হয়েছিল সবার।
নদী ফিরে যাবে পর্বত-চূড়ায়,
বৃক্ষ ফিরবে শিকড়ে, ভূগর্ভে।
স্বকীয়তা সবাই ধরে রাখতে চায়,
তা অনিবার্য অপরিহার্য দ্বন্দ্বে।
বিচ্ছিন্নতার মিছিলে উঠেছে রব,
ফিরে পেতে অতীতের গৌরব।
উৎসের কথা সবাই ভুলে যায়,
মানবতা কোথায় হারায়!
এমন পৃথিবী হয়ত কেউ চায় নি,
ধ্বনি ফিরে আসে হয়ে প্রতিধ্বনি।
একই গ্রহে ভিন্ন ভিন্ন ভুবন;
তবু মুছে যাক সীমানা, বিভাজন।