নয় নীল পদ্ম, কাঠগোলাপও নয়।
নয় রক্তিম গোলাপ, সরষে ফুলও নয়।
শুধু পত্র-পল্লবে লুকানো সময়-অসময়।
মৌমাছির মত জীবন ছিল একসময়,
ছিল ব্যস্ত পরিভ্রমণ; বর্ণময়।
হঠাৎ হারিয়ে গেছে সমস্ত সঞ্চয়।
পরিযায়ী পাখির মত পাড়ি দিয়েছে
দেশ-মহাদেশের সীমানা; ডানায় ভেসে,
মৌসুম শেষে ফিরে গেছে।
কখনো মরুর তীব্র দাবদাহ,
কখনো শীতল তুষারপাত; শুভ্র।
অবশেষে নাতিশীতোষ্ণতা খুজেঁ পেয়েছে দেহ।
বিস্তীর্ণ সৈকতে ঝাউবনের শব্দ,
সাথে সমুদ্রের গর্জন; বাকরুদ্ধ,
মোহাবিষ্ট হয়ে কেটেছে অসংখ্য লগ্ন।
গিরগিটির মত বদলেছে জীবন
কোন এক অদৃশ্য ইশারায়; যখন তখন,
শুধু তাঁকেই খুঁজে যাওয়া আমরণ।