পৃথিবীর সব নদীর তীর ধরে হাঁটছি,
হারানো সভ্যতা নতুন করে খুঁজছি।
কত গঞ্জ, শহর, বন্দর;
ধীরে ধীরে সব হয়ে গেছে পর।
সব নদী হারিয়েছে সাগরে,
অনুভূতিরা ঘুমিয়ে গেছে অন্তরে।
কত নদী হারিয়ে গেছে চিরতরে,
কত নদী মৃতপ্রায়;
বুক ভরা জলে কেঁদেছে সকাতরে,
নদী আজ বড় অসহায়।
জেগে ওঠা চরে শুধু ধুধু হাহাকার,
মরুর অনুভব আজ বুক জুড়ে তার।
যে গেয়েছিল এতকাল প্রাণের গান,
সে যেন আজ বড়ই নিষ্প্রাণ!