গ্রীষ্মে ফুটেছে জারুল, সোনালু, কৃষ্ণচূড়া;
তবে নীলপদ্ম দেয় না ধরা।
গোলাপ ফুটেছে বারান্দার টবে,
কাঁটার আঘাত দিয়েছে অনুভবে।
সুবাস ছড়িয়েছে রজনীগন্ধা, জুঁই, বেলি
সমস্ত দ্বিধা-সংশয় ভুলি।
ফুটন্ত কুঁড়ি থেকে পূর্ণ পুষ্প;
নাতিদীর্ঘ এক জীবনের গল্প।
তবু অস্তিত্বে যার ব্যাপকতা,
ব্যপ্তিতে তার কী বা ব্যর্থতা!
প্রতি রাত্রিতে পূর্ণিমা হয় না,
গোধূলীর আলো দীর্ঘক্ষণ থাকে না।
স্নিগ্ধ আলো নিভে যায়,
বর্ণময় ফুল ঝরে যায়,
বিদায় বেলায়
ভাবনার খোরাক রেখে যায়।