জীবন তরী
মিকন কান্তি আমু
সময়ের স্রোতে ভেসেছে যে তরী,
আকাশ ভরা আলো করেছে সে ফেরি।
কত ঘাটে, কত বন্দরে ফেলেছে সে নোঙর;
কত যাত্রী, দিন-রাত্রি করেছে কত সফর;
কত কোলাহল, কত প্রিয়মুখ জড়িয়েছে মায়াজালে,
ছেড়ে যাবার বেদনা লুকিয়েছে আপন অন্তরালে।
তবু তরী ছেড়ে গেছে সব,
ধীরে ধীরে মিলিয়ে গেছে সেসব কলরব।
দিশারী আবার ছুটেছে নতুন গন্তব্যে,
জল-স্থলের অনুভূতি লিখেছে সময়ের কাব্যে।
যে রাতে ঝড় আসে, ঢেউয়েরা হয় উত্তাল;
এমন এক রাতে তরী হয়েছে বেসামাল।
তবু সে রাতে ডোবেনি সে তরী,
পতনের মুখে আবার দাঁড়ায়াছে ঘুরি।
ঝড়ের পরে পেড়িয়েছে অজানা এক অন্তরীপ,
দূর দিগন্তে ভেসে ওঠে স্বপ্নে দেখা এক দ্বীপ;
যে দ্বীপে তরী শুধু ভিড়ে,
জলাধারে নাহি ফিরে,
যে দ্বীপ গড়ে আলোকবর্ষ দূরের পৃথিবী,
বিশুদ্ধ এক মানসপটের ছবি!