যে বোধ করেছে নির্বোধ!
হাসির আড়ালে লুকিয়ে
দ্বেষ, মোহ আর ক্রোধ।
অদৃশ্য এক পর্বতারোহণ
করে আয়োজন,
আরোহী করে গমন।
কিছুই সাথে যায় না,
কেউ করে না পরিশোধ,
শুধু আত্মা করে প্রতিরোধ।
বিস্ময়ে ভাবে, হয় তন্ময়!
পথ কেন ভুলে যায়
চেনা মৃন্ময়।
অনিরুদ্ধ শোনে না বারণ;
শুধু কার্যই খোঁজে,
খোঁজে না কার্যকারণ।
সমীরণ নিয়ে চলে
তরীর পালে,
প্রভাকর জ্বলে অদৃশ্য অনলে।
মৃত্যুক্ষুধা জাগে শেষ আগমনে!
তবু নির্বোধ নাহি মানে;
পারপার নাহি জানে,
কী বা তার আসে-যায়
চিত্তের অনশনে।