রাজনীতি এক চতুর খেলা রক্তপাতহীন যুদ্ধ
মনীষীরা বলেন
এ যুদ্ধে হয় ক্ষমতার হাত বদল
ধূর্তশেয়ালের বিজয় ।
সঠিক হয় যদি মনীষীদের সংজ্ঞা
তাহলে কেনো
সত্যের উল্টো পথে বল্গা হরিণের মতো ধেয়ে চলে
রাজনীতির বেপরোয়া ঝড়
গলা ছেড়ে গান গায় পান্ডার দল
‘জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কালোহাত ভেঙ্গে দাও’?
সঠিক হয় যদি মনীষীদের সংজ্ঞা
তাহলে কেনো
সত্যের উল্টো পথে ন্যাংটা হাঁটে
পাগল জনতা
স্লোগানের তালে তালে উতাল মাতাল হয়
জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় গাড়ি বাড়ি
অন্যের সম্পদ, লুটে নেয় নারীর বসন
উন্মত্ততায় পিটিয়ে মারে মানবসন্তান?
রাজনীতি ধ্বংসের হাতিয়ার ধারালো অস্ত্র
নাকি অন্য কিছু?