কতোদূর এগিয়েছি আমরা? মুক্ত স্বদেশ সার্বভৌম
ইতিহাসের পাতায় বিজয়ের গান
বাজে অবিরাম ।
মাঠে-ময়দানে সংসদ ভবনে
দৃপ্ত শপথের ঝলকানি বিজলীর চমক
নূতন ইতিহাস ।
মানচিত্র জুড়ে সদাশয় সরকারের সুকর্ম বয়ান
ভেসে বেড়ায় গুমোট বাতাসে
উন্নয়নের লাল নীল জোয়ার, ঝড়তোলা রাজনীতি ।
বর্ষণে ভিজে মাঠ শুকায় রোদে
ফসলের কারিগর ফলায় ফসল
দিগন্ত জুড়ে সবুজের সমারোহ
আনাচে-কানাচে মাছের চাষ, পাড়ায় পাড়ায় শপিংমল, চাইনিজ রেস্তোরা
দৃষ্টিনন্দন পাঁচতারা হোটেল, আনন্দমেলা, টগবগে যুবতীর বেআব্রু নাচ
অকাতরে বিলায় স্তূপীকৃত ভালোবাসা ।
তবু কেনো রক্তে ভাসে পিচঢালা পথ
রাজপথে বেকারের মিছিল চলে?
(ই-কাব্য - অজাত পদ্ম থেকে)