mafizulislamkhan@yahoo.com
কোনো গুণ নিয়ে আমার জন্ম হয়নি
আমি নির্গুণ নিগ্রো বেগুন স্বাদহীন নির্ভেজাল টক
জন্ম থেকেই জমিহীন, ধন নেই, সম্পদ নেই
আমার ঘরের মানুষ পর হয়ে যায় কথায় কথায়
হাতুড়ি দিয়ে লোমহীন বুকে বসায় মরচেধরা পেরেক ।
আমার বাবা ছিলেন নির্বোধ বোকা, আস্তো একটা বলদ
শুনেছি মা-ও ছিলেন নিখাদ দুধেল গাই সমগোত্রীয়
কি করে ছোলং বদলিয়ে তাদের বাছুর হয়ে যাবে অদ্যম ঘোড়া?
গরুর বাচ্চাতো গরুই হয় অতি জোর ল্যাংড়া ছাগল ।
আমার বিত্ত নেই, খাবার কেনার পয়সা নেই, বস্ত্রহীন আমি
শক্তি সাহস উড়ে গেছে সেই কবে
যৌবনে পা রাখার আগেই বিধাতার প্রলম্বিত ঝড়ে
রয়ে গেছে কেবল গালভরা দাড়ি বকের পাখার মতো ফকফকে সাদা
একদিন যা হয়ে যাবে ইতিহাসের সাক্ষী ।
আমার ঘরের মানুষ পর হয়ে যায় অবিরাম বলে বেড়ায়
আমি এক গাধার বাচ্চা নিরেট গাধা । ভুলেও শুনিনি কভু
মানুষের ঘরে জন্ম আমার আমিও মানুষ ।
কবি নির্মলেন্দু গুণ মহাশয়, আপনিও লম্বা দাড়ির সদাশয় মালিক
আপনারতো অনেক গুণ বিশ্ববাসী জানে
দয়া করে কিছু গুণ আমাকে ধার দেবেন কি?
আমি মানুষের বাচ্চা হয়ে বাঁচতে চাই ।