===================
শ্রাবণ ফিরে গেলে প্লাবন হবে না পাখি
দিন বয়ে যায়
বনানীর আড়ালে স্নিগ্ধ ছায়া ফলে
আয় পাখি আয় ।
সাতান্ন কেটে গেলো খোলসে লুকিয়ে মুখ
ঝরলো আঁখি নীর
পাখায় ঝড় তুলে ধরা দে এবার
পেছনে পড়ে থাক্ তিতাসের তীর ।
অনেক হয়েছে খেলা গোমতীর কূলে
শিকারী ফেলেছে জাল
নূপুর পায়ে ধরা দে পাখি
এভাবেতো আর কাটে না যে কাল ।
শ্রাবণ ফিরে গেলে প্লাবন হবে না আর
বেলা পড়ে যায়
খাঁচার দুয়ার খুলে
সুখ পাখি তুই আয়রে এবার আয় ।