সকাল বিকাল কোন কোন দিন
ভরদুপুরেও আপনার সাথে দেখা হতো
মতিঝিল ব্যাংক পাড়ায় ক্লান্ত শ্রাস্ত, হাতে একটা সিগারেট
জ্বলছে অবিরাম । আধ-ময়লা জামা তালিমারা জিন্সের পেন্ট
অনেক আগের কেনা একজোড়া চটি দেখলেই বুঝা যেতো
অফিসে অফিসে দালালী করাই আপনার পেশা ।
একদিন সরকার বদলের খেলায় আমি এক নিরেট ভদ্রলোক
দলহীন বলহীন আল্লাহ্ ছাড়া কেউ নেই যার
হায়েনার তাড়া খেতে খেতে মতিঝিল থেকে পৌছে যাই
আজিমপুর, আদিবৃত্তে জীবন ।
এতদিন কোথায় ছিলেন ভাই
বেঁচে ছিলেন কি? বহুদিন পর আবার দেখা হলো আদিবৃত্তে ।