কষ্টের রং নীল না কালো
নাকি তাজা রক্তের মতো অথবা গাঢ় সবুজ
আমি জানি না ।
জন্ম থেকেই কষ্টের বোঝা বয়ে বেড়াচ্ছি
সারাদেহ, দেহের অলিগলি, হৃদয় বারান্দা
ধরে আছে রংহীন কষ্টের অসংখ্য চিহৃ ।
ছেলেবেলা থেকে কল্পনার ঘোড়ায় চড়ে বিশ্বময় ঘুরে বেড়াচ্ছি
তার তালাশে, দেখা পাইনি ।
রাজারবাগ মোড়ে রাস্তারকিনার ঘেঁষে ছালাকাটায় ছতর ঢেকে
ঝাঁকড়া চুলের যে ছেলেটি ডাষ্টবীন থেকে খাবার তুলে খায়
দেহ তার হরেকরকম চামড়ায় ঢাকা, মাংসগুলো উড়ে গেছে
জানি না কোন্ অজনা দ্বীপে । কষ্টের রং কি এটাই?