হে সুখ হে দুঃখ
মফিজুল ইসলাম খান
প্রাচ্য থেকে ফিরে এসো
এই বাউলের দেশে
হে আমার প্রাণনাথ হে আমার সুখ
পরবাসে কতোকাল কাটাবে আর
এখানে যে কষ্টের লাগাম ধরে
একা একা বয়ে যায় বিনিদ্র শতান্দী ।
বাউলের এই দেশ নগ্ন শ্মশান
জ্বলে পৃড়ে ছারখার
হে আমার দুঃখের পেঁচা
এবার বিদেয় হও
প্রাচ্যর সোনালী রোদ্দুর ডাকছে তোমায় ।