কোনটা রেখে কোনটা বলি,
দুর্নীতি না প্রশ্নপত্র ফাঁস।
সবকিছুতেই আমজনতা
খাচ্ছে শুধু আইক্কা ওয়ালা বাঁশ।
আমি খাচ্ছি,তুমি খাচ্ছ ,কৃষক খাচ্ছে,
শ্রমিক খাচ্ছে , খাচ্ছে সাধারণ।
নিত্য পণ্যের দাম যে চড়ায়- কাটছে পকেট;
তাহার কষ্টে পুড়ছে মোদের মন।
ন্যায্য কোটার আন্দোলনে কাঁপছে সড়ক,
কাঁপছে যে দেশ, কাঁপছে কোট-কাচারি।
পুলিশ বলে, আবার আন্দোলনে গেলে
গুনে গুনে দিবে নাকি পাছায় লাঠির বাড়ি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে না'কো তুমি।
চোর বাটপারে দখল করে নিচ্ছে সোনার ভূমি!