ডাস্টবিনে পরে আছে
এক জোড়া জুতো-
ভালো নয় ছেঁড়া ।
কুড়িয়ে নিয়েছে টোকাই,
ঘরে আছে ছোট ভাই,
মাথা যার ন্যাড়া।


ন্যাড়া মাথা ভাইয়ের মতই
ঘরে নাই ব্যাড়া।
বৃষ্টি এলে ঘরে বসেই
ভিজতে পারে তারা।


ছোট ভাই পরবে জুতো
মুখে তার হাসি।
বাবা এখন রিক্সা চালায়
আগে ছিল চাষি।


ছেঁড়া জুতো হাতে পেয়েও
খুশি হয় যেই দেশের শিশু- ধনে যে নিচু!
দেশটা যে শ্লোগানেই ধনী
বুঝে নিতে লাগে না আর উপমা কিছু।