আর কতবার স্বাধীনতা অর্জন করলে-
ছাত্র ও সাধারণ জনতার বুকে নির্বিচারে
পাখির মত গুলি চালানো হবেনা?
আর কতবার স্বাধীনতা অর্জন করলে-
মন্দির, গির্জায় দেয়া হবেনা আগুন,
পুড়িয়ে ফেলা হবেনা থানা,
সরকারি-বেসরকারি অফিস, কারখানা?
আর কতবার স্বাধীনতা অর্জন করলে-
আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হবেনা মানুষের ঘরবাড়ি,
লুণ্ঠিত হবেনা দোকান পাঠ, সম্পদ?
আর কতবার স্বাধীনতা অর্জন করলে-
বঙ্গবন্ধু কে করা হবেনা অপমান,
পুড়িয়ে দেওয়া হবেনা তাঁর স্মৃতি চিহ্ন!?
আর কতবার স্বাধীনতা অর্জন করলে-
লাঞ্ছিত হবেনা একাত্তরের মুক্তিযোদ্ধাদের সম্মান;
গুঁড়িয়ে দেওয়া হবেনা মুক্তিযোদ্ধা জাদুঘরের সংগ্রহ?
আর কতবার স্বাধীনতা অর্জন করলে-
চোরের দল গণভবনের মালামাল লুণ্ঠন করবে না,
শিয়ালের দল হুক্কাহুয়া করে চিতকার করতে করতে
সংসদ ভবনে অবাধে প্রবেশ করবে না?
আর কতবার স্বাধীনতা অর্জন করলে-
ভিন্ন মত কে অস্বীকার করা হবেনা,
পুড়িয়ে অঙ্গার করা হবেনা জীবন্ত মানুষের দেহ?
আর কতবার স্বাধীনতা অর্জন করলে-
দুস্কৃতিকারীরা মাথা চাড়া দিয়ে উঠবে না;
কাউকে আর উৎকণ্ঠা সহযোগে কবিতা লিখতে হবে না?
আর কতবার স্বাধীনতা অর্জন করলে-
আরও একটি নতুন স্বাধীনতার প্রয়োজন পরবে না?
যদি বারবার স্বাধীনতার প্রয়োজন হয়,
তবে প্রতিবার স্বাধীনতার পর আমাদের বলতে হবে-
স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
আমরা এবারেই শেষ বারের মত
স্বাধীনতা রক্ষার শপথ বাস্তবায়ন করতে চাই।