এখনো কেউ আপনাকে ভালোবাসছে না বলে,
কিংবা ভালোবাসার মানুষটি খুঁজে পাননি বলে-
ভালোবাসা দিবস উদ্‌যাপন করা যাবে না,
বা কাউকে ভালোবাসা  যাবে না  
এমন তো নয়!

আজই ভালোবাসতে শুরু করুন
ঘাস ফড়িং, অনাদরে পরে থাকা ঘাস ফুল
তাতে ভেঙে যেতে পারে আপনার ভুল।

যদি ভালোবাসতে শুরু করুন আজই-
সোঁদা মাটি, দিগন্ত বৃস্তিত মাঠ, সবুজ লতা পাতা,
হাসি মুখে কেউ হয়তো একদিন কানেকানে
শোনাতে আসবে ভালোবাসার কথা।

ভালোবাসতে শুরু করুন এখনই -
খোলা আকাশ, উঁচু পাহাড়, পৃথিবী বেষ্টিত
শুয়ে থাকা জলের সাগর ও বহমান নদী।
কেউ দেখবেন ঠিকই আসবে-
নেচে নেচে সঙ্গী হতে নিরবধি।

আজ থেকেই ভালোবাসতে থাকুন -
রূপালী চাঁদ, ঝিকিমিকি তারা, আলোকময় সূর্য
এমনকি অন্ধকার নিঝুম রাত।
আগত ভোরে কেউ নিশ্চয়ই জানাবে সুপ্রভাত।

আজই ভাবুন না - অনাথ, দরিদ্র
দুস্থ ও বঞ্চিত দের নিয়ে।
প্রতিদানে কেউ নির্ঘাত সামনে এসে দাঁড়াবে,
বলবে- আমাকে করবে বিয়ে?