পথের ধারে বস্তির পাশে
ধুকে অনাথ শিশু
ক্ষুধার তাড়নায় লুটিয়ে পড়ে
ঘিরে ধরে লোক পিছু।
রোগে শোকে কাতর ওরা
হাত বাড়িয়ে খায়
জন্মসূত্রে নেই পরিচয়
পান্তা ফুরাতে আয়।
মাথা গোজার ঠাই হারিয়ে
বটবৃক্ষের আশ্রয়
চিন্তার ভারে ন্যুয়ে পড়ে
ক্ষুধায় কাতড়ায়।
হাঁস উজ্জ্বল মুখে সেবাশ্রমে
আর্ত পীড়িত এতিম।
হতদরিদ্রের পাশে মানবসেবী
আশ্বাসে দীর্ঘ সসীম।