অলসে অলসে আর কত
অলসে ডুবে বেলা অবিরত।
ভাবনার তীরে দাঁড়িয়ে নিরলস
দূরীকৃত ভাবনায় সদায় যশ।
খাহেশের তাড়না খায় কুঁড়ে কুঁড়ে
নেক কাজে আলসেমি সক্রিয় দুরে।
কর্ম বিমুখতা অবক্ষয় আনে ডেকে
বুঝাতে কে পারে অলস ব্যক্তিকে।
আড্ডায় করে পার নিত্য-দিন
খোঁজ নিলে অলসের প্রচুর ঋণ।
ব্যস্ততায় বুদ্ধিমান হয় না অলস
দুশ্চিন্তায় পাল্টায় চাড়ার খোলস।
অ্যালার্মের সুরে যখন,
অলসের ভাংগে ঘুম।
ল্যাব-কম্বল,কাঁথা দিয়ে,
বিছানা করে ঊম।