ভোরের হাওয়ায় মন ছুটে যায়
      বনের পাখির গানে
দোয়েল,কোয়েলা,বাজপাখিরা
        ডাকে সুরের টানে।

পাখপাখালি জাগার আগে
   ঘুম ভেঙে যায় আমার
মায়ের কোলের শিশু তখন
     আগে জাগে সবার।

বাড়ির বাগে গাছের ডালে
   পাখিদের ছোটাছুটি।
কিচিরমিচির শব্দে জানাই
     এখন তাদের ছুটি।

যদি তোমার জাগার আগে
    জাগে ভোরের পাখি
মাকে তুমি বলে দিবা সে
     দিও আমায় ডাকি।