ঠুনকো আঘাতে ভেংগে যায়
চীনা কাঁচের তৈজসপত্র
মিথ্যে অভিনয় দৃশ্যমান আর্ধনাত
চরিত্রহীন সিংহাসনে যত্র।

বিরহ বেধনার উপন্যাসে ছয়লাব
মন লাইব্রেরীর তাক ভর্তি
কষ্টের কষাঘাতে অশ্রু টলটল
কারো হৃদয় আনন্দ-ফুর্তি।

দেয়ালে রংমহল তৈরীতে আহত
ঐ ভুক্তভোগী করে অনুভব
গোছানো জীবন ভেঙ্গে গেলে
চীনা পাত্র মত ভাংঙে সব।

খানিকটা কষ্ট অনুভব করেও
ভাবে একে ঠিক হবে সব
বিধাতার লিখুনী অখন্ডীত তা
কপালে লিখছেন যা রব।