টাকার জন্য ভুলতে পারে
আপন পর সব
টাকা ছাড়া যায় না পাওয়া
সরকারি একটা জব।
টাকার পিছে ঘুরে মানুষ
বিবেক বুদ্ধি হারায়
হালাল হারাম করে না তফাৎ
বুঝে স্বার্থ শুধু আয়।
পণ্যের মত কিছু মানুষ
টাকায় যায় কিনা
মানুষ হয়ে পণ্য বানায়
মিথ্যে বোনাই সোনা।
টাকার কাছে নত হয়ে
উল্টো বলে কথা
বিক্রি করে অর্জিত সব
সম্মান সততা।