মূল্যবান দু'টি নেয়ামত
সুস্থতা ও সময়।
সময়,সুস্থতা বুঝে তখন
হাত-ছাড়া হয়।

রাসুল হাদিসে গুরুত্ব
দেন বারংবার
জীবন থেকে হারালে  
ফিরবে না আর।

কত সময় হারিয়ে  
এখন তা বুঝি
অসুস্থতা নিলে ঘিরে
সুস্থতা খুঁজি।