শিশির ভেজা নিশির সকাল,
সূর্য কিরণ গা ছুঁয়ে।
আলো ছাড়ায় ধীরে ধীরে,
প্রভুর রহম নিয়ে।
শীতের শুষ্কতায় ঝরে,
হরেক রকম গাছের পাতা।
করলে অজু ঝরে পানি,
মাফ হয় সব গুনাহ খাতা।
শরম-নরম যেন সবই,
শীতের মৌসুম ঘিরে।
মুসল্লী ছুটে মসজিদ পানে,
মেঠোপথ কুয়াশাচ্ছন্ন নীড়ে।
ডাকার আগে মিনারাতে,
আসসালাতু খাইরুম।
কিচিরমিচির পাখির ডাকে,
মুমিনদের ভাঙ্গে ঘুম।