মায়ের কোলে শিশু দোলে,
আমি দুলি দোলনায়।
শিশু হাঁসে মায়ের কোলে,
আমি হাঁসি খেলনায়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত,
খেলেছিলাম কত খেলা।
উদার মনে ঘুরে বেড়াতাম,
চিন্তাহীন ছেলে-বেলা।
দোলনায় যখন দুলেছিলাম,
প্রফুল্লতার আনন্দ-উল্লাস করে।
কি যে ভালো লাগতো মনে,
খুশিতে মনটা যেত ভরে।
খুব যখন ছোট্ট ছিলাম,
কোলে তখন দুলেয়েছিল কত।
আমার মনে পড়ে না তা
হয়তো দুলেয়েছিল ইচ্ছে মত।