বয়স আমার পেরিয়ে,
ত্রিশ ছুঁই ছুঁই।
ছেলে-বেলায় লিপ্ত আছি,
এখনও মুই।

শিশুবেলায় ইচ্ছে করে,
এখনও আমার খেলতে।
দক্ষিণা ঐ হিমেল হাওয়ায়,
নতুন করে দোলতে।

শিশুকাল কোলে কোলে,
বিদ্যাপাঠে শৈশব।
বন্ধুদের আড্ডায় নিয়ে,
অতীতগুলো কই সব।

কে বা গেলো কোথায় হারিয়ে,
কে বা জীবিকায়।
রঙিন অধ্যায় গড়তে গিয়ে,
নতুন পরিচয়।

নিত্য-দিনে আশায় থাকতাম,
প্রান্ত বিকেল বেলার।
বিদ্যা পাঠে লিপ্ত থাকায়,
খোজতাম সুযোগ খেলার।

খেলা ছিল অতি প্রিয়,
পড়া-লেখা নয়।
খেলাধুলা করতে করতে,
বড় এক সময় হয়।