আমরা আমাদের,
যতটুকু ভালো না বাসি।
আমার দেশের মাটি,
তার থেকে বেশি ভালোবাসি।
এক ইঞ্চি মাটি কেউ,
কেড়ে নিতে পারবে না।
প্রতিটি ইঞ্চি মাটি,
জীবনের বিনিময়ে কেনা।
পাহারায় আছেন,বাংলার
মায়ের সাহসী যোদ্ধারা।
ভিন দেশীদের চোখ রাঙ্গানি,
কখনো ভয় পায় না তারা।
তারা ভালবাসে দেশ কে,
ও দেশের মানুষ।
যতক্ষণ দেহে থাকবে রক্ত,
ও নিজেদের হুশ।
এক ইঞ্চি মাটির জন্য যারা,
সদা-সর্বদা জাগ্রত।
কেড়ে নিতে পারবে না কেউ,
শক্তিশালী হোক যত।