চৌদ্দ তারিখ দিবাগত মহিমান্বিত
সাবানের এক রাত
বিশ্ব মুসলিম পালন করে
বরকতময় শবে বরাত।
প্রথম আসমানে এসে প্রভু
ডাকেন বান্দাদের।
চাও গো ক্ষমা আমার কাছে
এ রাত পাপিদের।
ক্ষমা করবো আমি তোমায়
যদি করো ভুল
রিজিক দিবো আমি তোমায়
দিতে মশগুল।
বর্ণিত আছে হাদিসেতে
রাসূল মোদের কয়
তিনটি রোজা রাখো তোমরা
যদি সময় হয়।