সবুজে ঘেরা বুকের মাঝে
হলুদ ফুলের ঝোঁপ
দেখলে যায় চোখ জুড়িয়ে
দেখার লাগে লোপ।

সবুজ জুড়ে হলুদ ফুল
পুবাল বাতাসে দুলে
মৌমাছিরা গুনগুনিয়ে
জুইড়া বসে ফুলে।

সরিষা ফুলের ঘ্রাণে যখন
বাতাস ভারী হয়
ফুলপ্রেমীরা ঘুরতে গিয়ে
ফুলেতে লুকায়।