যখন জীবন থমকে যাবে
শোক পাড়ার লোক
কাঁদবে চোখের অশ্রু ঝরে
আলগে দেখবে মুখ।

আশার বাসা ভেঙে যাবে
মুখে মুখে আফসোস
নিমেষ শেষেই কখন জানি
দম ফুড়াবে ফুস।

দীর্ঘ আশায় দীর্ঘ জীবন
ভেঙে চুরে তছনছ
কিছু কামিয়ে না গেলে
বেলা ফুরালে লস।