পাহাড় সমান আশা নিয়ে,
হয় যে,প্রবাসী।
দিন ফুরিয়ে রাত্রি নিঝুম,
মুখে নেই হাঁসি।
প্রবাসীদের মনের ব্যথা,
বোঝেনা তো কেউ।
হাঁসিমুখে কথা বলে,
যেন প্রফুল্লতার ঢেউ।
ঋণের বোঝা মাথায় নিয়ে,
বছর ঘুরে শেষ।
করছে কামাই বহু টাকা,
সন্দেহ-ই নেই লেশ।
সব প্রবাসীর নেই হৃদয়ে,
আনন্দের-ই সুখ।
ঋণী হয়ে ফিরলে বাড়ি,
কেমনে দেখাবে মুখ।
রেমিটেন্স যোদ্ধা বলে,
আমরা যাদেরে ডাকি।
চোরেরা সব চুরি করে,
জনগণকে দেয় ফাঁকি।
সব চোরের-ই লক্ষ্য একটা,
দেশ-টা করবে শেষ।
চোর করে চোরের পক্ষ,
আজব বাংলাদেশ।
এক প্রবাসীর ইতিহাসর শুনে,
লিখলাম কবিতা।
মনে হল শীত কালে,
ঝরে পরা পাতা।
বাংলাদেশী প্রবাসীদের জানাইও সালাম
কবুল করো হে দয়াময় কর এ মর্মে কালাম।