পূর্ণিমা রাত্রের স্নিগ্ধ হাসি
হাসিতে মুক্তা ঝরে।
দীর্ঘতর হাস উজ্জ্বলতায়
অস্বস্তির পূর্ণ্যতায় মোরে।
মনোরঞ্জনে হাসিলে জ্যোতি
গালেতে পড়ে টোল।
হিতামার রাত্রির ন্যায় চমকে
হৃদয় তৃপ্তিভর ব্যাকুল।
তুমি হাসলে চাঁদ দ্বোহা
কপলে চম্বন শুভ্র তাঁরা।
হাসি যেন না দেখিতে পায়
রুমাল ঘিরে দেই পাহারা।
অশ্রুসিক্ত নয়নে তুমি
টগবগ মশগুল মধ্যমণি।
হাস্যোজ্জোল লাবণ্যময়
মার্জনা হীরা মনি।