রং বে-রঙের প্রজাপতি
ফুলে ফলে বসে।
প্রজাপতির ডানা মেলায়
অনুভূতি আসে।
ডানায় ফুটে অনিন্দ্য সুন্দর
ভাবনায় মুগ্ধ কবি।
নানা রঙের ফেস্টুন হাতে
আঁকে প্রতি ছবি।
ঝাপটে ডানা উড়লে আকাশে
পায় প্রকৃতির নব্য গতি।
প্রজাপতির উল্লাস চমকপ্রদ
হয় না কারো ক্ষতি।