হে প্রভু!আমাকে দিও না,তুমি
এমন নিঝুম ঘুম।
কানে যেন আমি শুনতে পাই,
আসসালাতু খাইরুম মিনান নাউম।

সাত সকালে বেরিয়ে পড়ে,
পশু-পাখির দল।
মুনাফিকরা ঘুমিয়ে থাকে
করে দেয় সকাল।

ফজর এর আযান যখন,
যায় ওদের কানে।
পাশে থাকা লেপ-কম্বল
গায়ে দেয় টেনে।