সুখের ছায়া দিতে,
এসে ছিলে যে,প্রিয়জন।
অজানা সে এখন
স্মৃতিসুখে কার আপনজন।
ইচ্ছে ছিল রঙিন স্বপ্নে,
উড় মোরা দু'জন।
নানামুখী বিষন্নতায়
কাৎরাচ্ছি দ্বিগুন।
অথৈ সাগরে তরঙ্গ ঢেউ
ত্রিমুখী কুয়াশা
দু'চোখ দিয়ে তাকালে দেখি
চারিদিকে নিরাশা।