হে আমার রব
তুমি পারো সব।
ইচ্ছে যত করো
অপরাধ তুমি মাফ।

পরম করুনাময়
তুমি মেহেরবান
না চাহিলেও করো
অগণিত নেয়ামত দান।

প্রিয় বান্দাদের প্রার্থনা,
কখনো তুমি ফিরাও না।
দু'হাত তুললে দ্বারে
দূর হয় সকল যন্ত্রনা