কারো সাধ্য আছে কি?
তাকে আটকে রাখা!
যদি কপালে না থাকে
সুখ বিধাতার লেখা।
ভালোবাসার বিরহ বেদনা
অপূর্ণতা অনুধাবন
পাবা না পাওয়ার মাঝে
নিষ্ঠুর করেছো মন।
বদলে যায় প্রতিটি মানুষ
সময়ের ব্যবধানে
এখন মনে পড়ে হারিয়েছো
অপ্রত্যাশিত ক্ষণে ক্ষণে।