ভিউজ বাড়ানোর জন্য নিউজ করে
টাকা দিলে ক্যামেরা ঘুরায় ধরে
কারো চাপে পড়ে বে-পথে হাঁটে
ফালতু নিউজ নিয়ে পথে-ঘাটে।

হুজুর!নজর কেরে বাড়ায় চুলকানি
অভিনয়-ও হার মানায়,নাটক-কাহিনী।
নর্তকীদের খবর দেয় প্রভাত-বেলা
কি করেছে রান্না,কেমন করেছে খেলা।

ভালো মানুষ না খেয়ে,মরার দ্বারপ্রান্তে
নিউজ করার থাকে না কেউ?শান্তিতে!
দুষ্ট লোকের মিষ্টি কোথায়,মাখা পত্রিকা
বেহায়াপনার ছয়লাব,নগ্ন ছবি আঁকা।